ভক্তদের কাছে তিনি ‘গুরু’। গানের জগতে পদার্পণ করেছিলেন আশির দশকে। তারপর ক্রমে ক্রমে সময়ের শিলালিপিতে লিখেছেন নিজের নাম। জয় করে নিয়েছেন শ্রোতার হৃদয়। দীর্ঘদিন কোনো অ্যালবাম প্রকাশের খবর যেমন শোনা যায়নি, সেই অর্থে তেমন সাড়া জাগানো কোনো গানও আসেনি। তারপরও শ্রোতাপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কথা বলছি।

ফারুক মাহফুজ আনাম থেকে জেমস হয়ে ওঠার গল্প কমবেশি সবারই জানা। প্রজন্মের পর প্রজন্মে ধ্বনিত হচ্ছেন তিনি, ধ্বনিত হচ্ছে তাঁর গান। তাঁর গানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—সবাই তাঁর গানকে আপন করে নিতে পারেন। গানের ক্ষেত্রে সচরাচর এমনটা দেখা যায় না। জেমসের অনন্যতা এখানেই। তাঁর গান সবাইকে পরশ দিয়ে যায়। তাই তো একসঙ্গে গলা মিলিয়ে তরুণেরা গেয়ে ওঠেন, ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার’।