মোশাররফ এবং সাকিলা স্বামী স্ত্রী। সাকিলা সংসারের প্রতি যতটা মনোযোগী নিজের প্রতি ঠিক ততটা অমনোযোগী। পোশাক , স্ক্রিনের যত্ন , শারীরিক গঠন, চলাফেরা কোনো কিছুর দিকেই তার নজর নাই আর সে এসব নিয়ে ভাবেও না।
ইদানিং মোশাররফের কোথাও কোনো স্লিম ফিগার , সুন্দরী মেয়ের ছবি বা বাস্তবে দেখলে চোখ সেদিকে আটকে যায়। এই ধরেন অবসর টাইমে বাসায় কোনো একটা ম্যাগাজিন দেখতে দেখতে তার চোখ আটকে যায় ফ্রন্ট পেজের সুন্দরী মেয়েটার দিকে। মোশাররফের এই পরিবর্তন সাকিলা ভালো করে লক্ষ্য করে। কিন্তু কিছু বলে না। সাকিলা একটা চ্যালেঞ্জ নেয় সেও সুন্দরী হবে , স্লিম ফিগার বানাবে স্মার্ট হবে।
সাকিলা জিমে ভর্তি হয়। নিজেকে পরিবর্তন করতে থাকে। অন্যদিকে মোশাররফের সাথে বন্ধুত্ব হয় একটা স্লিম ফিগারের সুন্দরী মেয়ের। জিম ইন্সট্রাক্টর সামি শাকিলাকে শরীর চর্চার নানা পরামর্শ দেয়। তাদের ভেতর একটা সম্পর্ক হয়। সাকিলার সামিকে ভালোলাগতে শুরু করে। অন্যদিকে মোশাররফের ও ওই সুন্দরীকে ভালোলাগতে শুরু করে।
কিছুদিন এভাবে চলার পর সাকিলা আবিষ্কার করে সামির দশটা গুনের ভেতর একটা গুনই ভালো সেটা হলো তার ফিটনেস আর বাকি নয়টা গুনই অনুপস্থিত যেটা তার স্বামী মোশারফের ভেতর আছে। অন্যদিকে মোশাররফ ও আবিষ্কার করে এই মেয়ের একটা দিকই ভালো সে সুন্দরী আর বাকি নয়টা দিকই খুব বাজে যে নয়টা দিক আবার সাকিলার ভালো।
তারা যে যার জায়গা থেকে অপরাধ ভোগে ভুগতে থাকে।
তারপর কি হয়? সেটা জানতে হলে দেখুন নাটক সেইম সেইম বাট ডিফরেন্ট বিন্দুভিশন চ্যানেলে।